'অন্যায় কী'?


'যে কাজ করার সময় আমরা নিজেকে যন্ত্রণা দিয়ে ফেলি'।


'কেমন'?


'যেমন অন্য কারো অনিষ্ট করা।
অন্যের ক্ষতি করতে গিয়ে আমরা নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি।
সমাজ কখনোই ক্ষমা করে না।
আইনের চোখেও ধুলো দিতে পারা যায় না'।


'বুঝলাম।
যদি অন্য লোকে ক্ষতি করতে আসে'?


'নিজে হাতে আইন না তুলে আইনের পথে লড়ে যাও।  
মনে রাখবে মনে মনে কারো ক্ষতি চাওয়াও পাপ।
মনে যদি অসৎ বাসনা বাসা বাঁধে, তাহলে সৎ বাসনা লুপ্ত হয়'।


'উপায়'।


'নিজের ওপর চাবুক চালাও'।