'মৃত্যু কী'?


'যখন জীবনে কোনও আনন্দ নেই'।


'কেমন'?


'খেতে হয়, তাই খাই।
এগোতে হয়, তাই এগোই।
বলতে হয়, তাই বলি।
ঘুমোতে হয় কিন্তু ঘুম আসে না'।


'বুঝলাম, জীবনের মানে-
তৃপ্তি করে খাওয়া,
গান গেয়ে এগিয়ে চলা,
নিজের ব্যাখ্যা তুলে ধরা,
রাতে নিশ্চিন্তে ঘুমানো'।


'সঠিক'।


'কিন্তু কীভাবে বাঁচবো'?


'নিজেকে নিয়ে সদা খুশি থাকো'।