'কর্মফল কী'?


'তুমি সিমেন্টের ওপরে আমের আঁটি রেখে দিলে,
গাছ জন্মালো না।
তুমি মাটি খুঁড়ে আমের আঁটি পুঁতে দিলে,
মাটি ফুঁড়ে গাছ উঠলো'।


'এসবের মানে'?


'আগে বলো তুমি রোজ কী কী কাজ করো'?


'আমি সকালে উঠে হরি নাম করি।
তারপরে পাঠে মন দিই।
পাঠ শেষ করে সৎ পথে রোজগারের ধান্দায় বেরোই।
ফিরে এসে তুলসী তলায় প্রদীপ জ্বলি।
পরিবারের সাথে কথাবার্তা বলি।
মা বাবার সেবা করি।
সন্তানদের আগলে রাখি।
রাতে হরি নাম নিয়ে ঘুমোতে যাই'।


'তুমি যতই বিপদের সম্মুখীন হও না কেন,
ঠিক উদ্ধার হয়ে যাবে।  
ও রোজ কী কী কাজ করে জানো'?


'ও সকালে উঠে ঝগড়া করে।
লেখাপড়ার ধারে কাছে যায় না, নিজেকে সবজান্তা ভাবে।
অসৎ পথে রোজগার করে।
সন্ধ্যা বেলা ফিরে এসে নেশা করে।
পরিবারকে অবহেলা করে।
মা বাবার যত্ন নেয় না।
সন্তানদের প্রতি কর্তব্য পালন করে না।
রাতে ঘুমোতে যাওয়ার আগে অশান্তি করে'।


'ওর সুখ ক দিনের জন্য।
বিপদ থেকে ও কখনোই উদ্ধার হবে না'।  


'বুঝলাম'।


'ভালো কাজ করলে বিপদ কেটে যায়,
খারাপ কাজ করলে বিপদ বাড়ে'।