'গণতন্ত্র কী'?


'যেখানে সাধারণের ভিতর বাস করে নেতা
ও নেতার ভিতর বাস করে সাধারণ'।


'একটু খুলে বলুন।
বুঝতে পারছি না'।


'নেতা যা যা করে,
সাধারণের সেই সব কাজে অধিকার-
যেমন নেতা বাঁশি বাজায়: হাওয়ার সাথে ভাসে সুর,
জলকেলি করে স্রোতের ভিড়ে: বয়ে চলে হাসির মেহফিল,  
নিশ্চিন্তে ঘুমোয় রাতে: সুখের ভিতরে শান্তি ছিনিয়ে আনে।
সাধারণ যা যা করে,
নেতার তাতে অধিকার-
মৃন্ময়ী মাটিকে জাগায় চিন্ময়ী ফসলে: সোনালী রঙের সূর্য তরুণ সবুজের মুকুটে,
ঢাল তলোয়ার হাতে ক্ষাত্র তেজ: রাজার শান্তির কারণ,
দেবী সরস্বতীর চরণে বিদ্যার অঙ্গীকার: শ্রমের সাথে জ্ঞান মিলে জ্বলুক নতুন সূর্যোদয়'।


'বুঝলাম, কিন্তু পিতাপুত্রের এই সম্পর্কের মধ্যে মাতৃভাবের উৎস কোথায়'?


'গণতন্ত্র মায়েরও মা, মাতৃ স্বরূপা দেবী,
অসুর বিনাশকারী, সর্ব দুঃখ হরণকারী,
অপার সুখ শান্তি প্রদানকারী,
সত্যে জয়ী'।