গানের সুরে মাতাল ভুবন।
রাঙা আজ বিষণ্ণ মন।
খুশির ঝলমলে আলো আকাশে খেলে।
মুক্তির বাতাস ডানা মেলে।
ঢেউ নাচে শান্ত নদীর বুকে।
সোনালী ধান মাটির কোলে যায় ঝুঁকে।
প্রজাপতি রং গায়ে মাখি।
গাছের ডালে গায় গান অচিন পাখি।
হরিণ শাবক ছোটে আপন মনে।
আনন্দের জোয়ার এসেছে হৃদয়ের কোণে।
এই শুভক্ষণ জীবনে আসে কয়েক বার।
দুঃখ করে মাথা নত, মানে হার।