কখনও তুমি শান্ত কালো জল:
নিস্তব্ধতা তোমার ভাষা,
গভীরতা তোমার আবেগ |
অতল তলে লুকিয়ে থাকে গাম্ভীর্যপূর্ণ সততা...
তোমার মুখে ফুটে ওঠে বিনয়ী দৃঢ়তা-
যা বুদ্ধিমানের চোখে ধোঁয়াশা
কিন্তু হৃদয়বানের চোখের কাজল!


আবার কখনও তুমি উশৃঙ্খল ঢেউ:
ঝড়ের তাড়নায় জন্ম,
ঝড় এখানে ধ্বংসের সারথি |
এ ঢেউ ক্ষণস্থায়ী- ভেঙে যেতেই এর জন্ম |
এখানে অগুনতি ঢেউ ওঠে রোজ-
শুধু জন্মায় আর মরে |
গভীরতা না থাকলে ঔদ্ধত্যই সম্বল...
বুদ্ধিমান উস্কানি দেয়, হৃদয়বান কপাল চাপড়ায়!


দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া পাপ
কিন্তু অন্যকে দুর্বল ভাবাটা নোংরামি |
ঝড়ের শক্তি প্রচুর
কিন্তু সবলতার রূপ ধ্বংসলীলা নয় |