পাঁচশ টাকা একজন শ্রমিকের পক্ষে অনেক-
আজ সে বাচ্চাদের সান্তা।
মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু পারবে না দিতে
কারণ নুন আনতে ফুরোয় তার পান্তা।


এক দশকের কান্না চেপে রেখে
হাসাবে সে আজ, হাসবেও বটে।
ক্লান্ত মানুষকে মজা দিলে,
পুরস্কার জোটে শূন্য ঘটে।


শুধু অভিনয় করে যেতে হবে-
খাবার দেখে লোভ করলে চলবে না।
কারণ গরীবের বেশি খিদে থাকতে নেই...
মনে পড়ে যায় বাচ্চাদের দেখে, ভালোবেসেও পরিবার হল না।


বড় মানুষ কী কোনও দিনও হবে তার সান্তা!
না, 'আচ্ছে দিন' আসবে সান্তা হয়ে!
সে জন্মেছে মানুষ হয়ে, শ্রমিক হয়ে নয়!
কেন জীবনে শুধু বঞ্চনাই আসে ধেয়ে!