সভ্যতা বড়ই নিষ্ঠুর-
দেশ সমাজ পরিবার থেকে মানুষকে আলাদা করে দেয়।
অশিক্ষিত মানুষ গায়ে মাটি মেখে শুয়ে থাকে,
আর শিক্ষিতরা দেশের খেয়ে বিদেশে বসে গান গায়।


সভ্য হতে চেয়েছি আমি, সভ্য হতে চেয়েছে আমার পরিবার।
বেরিয়ে আসতে চেয়েছি মধ্যযুগের ঘুণে ধরা সমাজ থেকে।
আধুনিকতার কোলে রেখেছি উন্নততর মাথা।
মাটি থেকে দূরে সরে গেলেও ধুলোয় গেছি ঢেকে।


স্বার্থপর না হলে সফলতা আসে না
কারণ সফল মানুষ পিছনে তাকায় না, দেখে না নীচের দিকে,
শোনে না আর পাঁচ জনের কথা...
সোজা হয়ে এগিয়ে চলে তবে সামনে ঝুঁকে!


আলাদা থাকার জ্বালা, একা থাকার জ্বালা,
চিতার আগুনকেও ভয় দেখায়...
কারণ চিতার আগুন মৃতদেহ জ্বালায়, জীবনকে জ্বালায় একাকীত্ব।
কেরিয়ার জীবনে সকলকেই একা থাকতে হয়।


সভ্যতা দেখায় সফলতার পথ।
সফলতা আনে সুখ সমৃদ্ধি।
অভাব অনটন বিদায় নেয় ছলছল চোখে
কিন্তু বিবেক বোধকে অতিক্রম করে বুদ্ধি...