মনে মনে যেদিকে খুশি হারিয়ে যাওয়া যায়
কিন্তু হৃদয় শিকড় কামড়ে পড়ে থাকে,
শিকড় থেকে দেহকে কখনো আলাদা হতে দেয় না,
মন শত মাইল দূরে থাকলেও।


শিকড়ের টান হৃদয়ে অনুভব করা যায়।
মন যেমন সবার আছে,
তেমন সবার হৃদয়ও আছে
কিন্তু করো ক্ষেত্রে তা ধুলোয় ঢাকা।
শিকড়ের টান কম বেশি সকলেই অনুভব করে প্রথম জীবনে
কিন্তু শেষ জীবনে সকলেই তা বেশি বেশি অনুভব করে।


মন সাংঘাতিক,
সে কর্মফল মানে না।
হৃদয় কর্মফলের হেতু।
তাই শেষ জীবনে হৃদয় মনকে অনুভব করতে শেখায়
আর মন কেঁদে কষ্ট পায়।  
হৃদয় কাঁদে, তবে শিকড়ে ফিরে আসার খুশিতে!


শিকড়ে ফিরে আসার পরে মনের কান্না বন্ধ হয়,
হৃদয়ের কান্না শুরু হয়।