ভ্রূণের মতো কুঁচকে গেছি-
হিম এখানে ভীষণ কঠোর |
লেপের তলায় হামাগুড়ি দিই-
লেপ যেন মাতৃ জঠর |


শরীরের রক্ত যেন হিমবাহের বরফ!
গা হাত পা ছাড়াচ্ছে খোলস |
মুখ শুষ্ক: ঠোঁট ফেটে চৌচির |
সাপের মতো আমি নির্জীব অলস...