প্রত্যেক জন্মদিনেই মানুষ নতুন করে জন্মায়-
পুরনো খোলস ছেড়ে দিয়ে বাইরে আসে মানুষ।
দেখতে চায় সে নতুন ভোর, নতুন সূর্যোদয়...
মান চায় লড়তে হবে তাই, বাঁচার জন্য চায় হুঁশ।
প্রত্যেক জন্মদিনে মানুষ স্বপ্ন দেখে:
নর নারী উভয়ের অস্তিত্ব বাঁচাতে চাই পৌরুষ।
ধুলো বালি গায়ে মেখে গড়িয়ে যাওয়াটা জীবন নয় !
প্রাঞ্জল সত্তা নয়কো ফানুস !
জীবনে আনন্দ অপার- মুক্তির আনন্দ, সফলতার আনন্দ...
দিল থাক সদা খুশ।
অন্ধকারেও মোম জ্বালাও বাঁচার আনন্দে,
হারিয়ে যাওয়া রূপ দেখুক প্রাণের জলুস।