এপারের রান্না ওপারের লোক খায় চেটে পুটে |
ওপারের গরু চরে এপারের সবুজ মাঠে |
এপারের ছোট্ট রামু ওপারের পুকুরে যায় নাইতে |
ওপারের খাতুন এপারে আসে প্রাণের কথা কইতে,
'বেড়া যত কম দেবে
দূরের কুটুম্ব তত কাছের হবে' |


এখানে কোথাও কোনও বেড়া নেই |
মাঝে মাঝে বিএসএফের হুঙ্কারে হাওয়ায় লাগে থৈ থৈ |
হ্যাঁ, আছে একটা আন্তর্জাতিক পিলার-
প্রতিবেশীদের কাছে করে দেশ-বিদেশের প্রচার |


আত্মার সম্পর্ক ব্যবধান করে দূর |
আবার বেড়ার অভাবে স্নিগ্ধ হাওয়া বারুদে ভরপুর |
কলকাতার পুলিশ ধরেছিল সীমান্তের নিতাইকে কিছুদিন আগে-
কোটি টাকার জাল নোট ভরা ছিল ব্যাগে |
কাঁটা তার না থাকায় কত কুটুম্ব হয় কারবারী:
চাঁদের স্নিগ্ধতার গায়ে লাগে কালো ছোপ সারিসারি!