সবাই তো লেখে,
লেখার মতো লেখা কটা?


আসলে লেখার মতো লেখা সবগুলোই-
সবাই তার নিজের মতো করে যত্ন নিয়ে লেখে:
সকলে তার নিজের জায়গায় ঠিক।
প্রতিভা সবার।
তবু কেন হারায়!


পাঠকের মন যে ছুঁয়ে যায়
সহজ সরল ভাষায়,
সে সদা বরেণ্য।
অসময়ের ভিড়ে
পাঠকের অত সময় নেই
জীবন জীবিকা ভুলে বই-এ মুখ গোঁজার।
তার মনের কথা প্রাণের ব্যথা
সে জেনে নিতে চায় শুধু একবার চোখ বুলিয়ে।


যার কলমে আছে সহমর্মিতা,
তার অক্ষর অজেয় অমর।
যার কলমে জ্ঞানের বিপুল ভাণ্ডার,
তার অকারণ তাণ্ডবে জনতা অস্থির!