আকাশের রামধনু পরিচ্ছন্ন পবিত্রতায় উজ্জ্বল।
ধুলোয় মুছে যাওয়া মানবিকতা শেখায়-
সুখের কথায় দুঃখ খোঁজা, দুঃখের কথায় সুখ; বিশ্বাস হারায় মনোবল;
সম্পর্ক মুখ থুবড়ে পড়ে আগাছায়।


সম্পর্ক নষ্ট হয়, নষ্ট মানব জাতি-
ভদ্রতার খোলস পরা খড়ের কাঠামো যত।
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বেড়ে চলে চালচলনের প্রকৃতি,
অথচ মনের ভিতর গভীর ক্ষত।


সম্পর্ক আছে কাজের সাথে, সময়ের সাথে,
মানুষের সাথে নয়।
বন্ধুত্ব, প্রেম, স্নেহ, আশীর্বাদ- সব খাতে-
প্রাণের স্পন্দন পায় ভয়।


ভয় নেই মানুষকে, ভয় করি অহংকার।
নিজের পা সোনার পা, ভালোও স্বার্থপর।