সংসারে থাকতে গেলে কথা ধরতে নেই-
বিশেষ করে অপ্রয়োজনীয় কথা।
কিন্তু আমিতো প্রয়োজন ছাড়া কথা বলি না।
তাহলে কেউ আমার সাথে অপ্রয়োজনীয় কথা বলে কেন ?


কথার কথা ওটা। শেষ কথা নয়। কথার পৃষ্ঠে কথা ওঠে।
অভিমানে বুকে ব্যথা...সরে যেতে না চাইলেও সরে যাওয়া।


কথার বদলে কথা। তর্কের বদলে তর্ক।  কারো সাজে। কারো সাজে না।
যার সাজে, সংসার তার।
যার সাজে না, সে সংসারে বেঁচে থেকেও মৃত।
আর যার কথা ধরার অবকাশ নেই, সে মেরুদন্ডহীন !