বিরানব্বইতে দেহ রাখলেন তিনি-
চার ছেলে ও এক মেয়ের মা।
স্বামীর মৃত্যুর পর দশ বছর বৈধব্য-
বেঁচেছিলেন একা...


শ্রাদ্ধ শান্তির অনেক খরচ।
ছেলেরা ট্যাঁক থেকে খরচা করতে নারাজ।
পেনশনের জমানো টাকাই খরচ করা হবে।
মেয়ে নিঃস্বার্থ ভাবে বাড়িয়েছে সাহায্যের হাত আজ।


মায়ের শেষ কাজেও নোংরামি।
বাবা ছিলেন দারুণ সৎ।
ছেলেরা সব সৃষ্টি ছাড়া...
মেয়ে পেয়েছে বাবার ধাত।


শ্রাদ্ধ কী হবে ভালো ভাবে আদৌ!
মেয়ে নাছোড়বান্দা,
ছেলেরা সব উদাসীন।
মন বোঝেনা মন, বোঝে শুধু ধান্দা।