এক দল পিঁপড়ে একটা সুতো বেয়ে এগিয়ে যাচ্ছিল।
নিচে জলস্রোত।
তারা স্বপ্নেও ভাবেনি,
সুতোটা এত পলকা যে যখন তখন ছিঁড়ে যেতে পারে।
মানুষের মন পলকা হয়,
তবু সুতো নয়।
কিন্তু সুতোটা তো মনেরই হেতু।
হঠাৎ সুতো ছিঁড়ে গেল-
ব্যাস, সব জলে।
ওমা! এতো জল নয়! এ যে মিষ্টির রস!
সব পিঁপড়ে রসে আটকে গেল।
জলে পড়লে পিঁপড়েরা সাঁতার কেটে ঠিক পারাপার হয়ে যেত।
এটাও সেই মানুষেরই কাজ।
তার মনে হিংসার রস ও বিবাদের জল।
এবার মানুষ রসে জল ঢেলে দিল
বিবাদ মেটাতে।
আর রস দিয়ে ছেঁড়া সুতোটা জোড়া লাগাবার চেষ্টা করলো
হিংসা ঢাকতে।
ছেঁড়া সুতো জোড়া লাগে কিনা জানি না
তবে রসে জল পড়ায় মরা পিঁপড়ে গুলো সব ভেসে উঠল
আর তাদের ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিল মানুষ।