'কে? নিশ্চয় কোনও দেবতা!
ত্রিনাথের এক নাথ অথবা স্বয়ং সিদ্ধিদাতা অথবা দেবরাজ'!


'আমি রবি কবি'।


'প্রণাম নিও। মোর অন্তরের স্রোতে পা দুখানি ধুইয়ে দি'।


'এ কী বলছো তুমি? তুমি সন্তানসম।  
আমার অনন্ত বক্ষে তোমার ঠাঁই'।


'বুঝলাম, সব গ্রহের জন্ম রবি হতেই,
রবির তেজে সিক্ত,
রবির আলোয় আলোকিত,
রবিতেই বিলীন।
সব কবির জন্ম তোমা হতেই,
তোমার তেজে সিক্ত,
তোমার আলোয় আলোকিত,
তোমাতেই বিলীন'।


'তুমি সঠিক চিনেছ আমায়।
তোমার প্রতি ঝরে আমার আশীর্বাদ'।  


'একটু দাঁড়াও, নিয়ে আসি কায়া।
কবিদের ছায়া ঘুমোয়, সত্তা সদা জাগ্রত'।


'তেজ সহ্য করতে পারবে তো'!


'পারবো না জানি, কেবল বিলীন হবো তোমার বক্ষে'।


'এসো তবে'।