কপাল কেন এত মন্দ!
গান হারিয়েছে সুর তাল ছন্দ।
মুছে গেছে সকল আনন্দ।
মুক্ত মনে কীসের দ্বন্দ্ব?
সফলতার দরজা বন্ধ।
চোখের দৃষ্টি আঁধারে অন্ধ।
ঝরা ফুলে নেই গন্ধ।
শ্বাসরোধ করেছে শয়তান জরাসন্ধ।
জীবনে লেগেছে যুদ্ধ খন্ড।
আঘাতের অভিঘাত প্রচন্ড।
জগৎ সংসার লন্ডভন্ড।
মহাকালের এ কী দন্ড!



কুয়াশা ঘেরা আঁধার রাত
ডেকে আনে হতাশা বাড়িয়ে দু হাত।
সুন্দর জীবনকে সে করছে তার দাস।
রবি শশী তারার আলো নিখোঁজ বারো মাস!
ঢেউ-য়ের ধাক্কা ভাঙছে বালুচর-
যেন নিয়তির অট্টহাসি শুনি দিনভর।
কালো মেঘে ঢাকা নীলাকাশ।
স্তব্ধ প্রাণের স্নিগ্ধ শ্বাস।
সহনশীল মাটির বুকে মৃত্যুর ফাটল।
স্রোতহীন সদা চঞ্চল নদীর কোল।
স্বাধীন পাখিরা গায় না আর মুক্তির গান।
অন্তরে ফুরিয়েছে শত কলতান।