এই নিয়ে চারবার গেলাম তারকেশ্বরে-
বাবার দর্শন পেতে নয়, মাকে আনতে!
মা মরণাপন্ন। দাদার গ্রাহ্যই নেই।
মেয়ে হয়ে এসব কী পারি মানতে?


ঝগড়া থেকে হাতাহাতি হওয়ার উপক্রম।
অনেক কাঠখড় পুড়িয়ে থানা থেকে পাওয়া গেল মাকে!
ভর্তি করলাম ভালো হাসপাতালে।
কেন এত জটিলতা সংসার সম্পর্কে?


এ যুগে রক্তের সম্পর্ক ঠকায়।
দূরের মানুষ বন্ধু হয়ে দাঁড়ালো পাশে।
চিরতরে কৃতজ্ঞ আমি...
ভাবছি দাদার কথা হাসপাতালে বসে।