সব স্থির।
তবু মনে হয় নাগরদোলা!
প্রাণের শ্বাস বন্ধ
কিন্তু পশ্চিমের জানলা খোলা!
দেহ ঝড়ে তোলপাড়,
মনে জল ঘোলা...


হতাশা একচোখা সমাজের মতো-
ধর্ষককে পিটিয়ে মারে
কিন্তু ধর্ষিতাকে স্থান দেয় না,
তাই ধর্ষকের সাথে সেও মরে...
জীবন অসহায় নারীটির মতো খোঁজে অস্তিত্ব
বিলুপ্ত এই বিশ্ব সংসারে!