তোমাকে দেখেছি-


আম জনতার ভিড়ে
সভ্যতার বুক চিরে
ভোটাভুটির ময়দানে
বিজিতের জয়গানে
অধিকারের শক্তিবলে
সম্রাটের মৃত্যুকালে
উশৃঙ্খল বিশ্বের শৃঙ্খলিত ছায়ায়
মহানের মানবতায়...


তোমাকে দেখেছি-


রুসোর কলমে
ফরাসি বল্লমে
আমেরিকার কালো দেহে
অহিংসার সোপান বেয়ে
আরব সাগরে
আফ্রিকার অন্ধ কারাগারে...


বিরাজমান তুমি নিখিল বিশ্বে।
সদা থাকো জেগে সুমধুর হর্ষে।
তোমার নেইকো আদি, নেইকো অন্ত।
প্রণাম লহ হে মহিয়সী: হে গণতন্ত্র।