হীরক রাজাই ছুটে এল, ভাঙল নিজের মূর্তি |
মানুষের শ্বাসে খুঁজে পেল হারিয়ে যাওয়া গতি ||


একজন প্রজাও যদি থাকে পিছিয়ে, রাজা পরাজিত |
প্রজার সফলতায় রাজার সফলতা, প্রজার জয়ে বিজিত ||


প্রজার ধর্মই রাজধর্ম- রাজা হল ঋষি |
সম্পদহীন, ক্ষমতাহীন, লোভ অহং আপন পদতলে পিষি ||


রাজা যদি না হয় রাজার মতো- স্বেচ্ছাচারীর স্বেচ্ছাচার |
প্রজাও আপন সত্তা ভুলে ডেকে আনে ব্যভিচার |


যে যার নিজের শোনে, মতলব রাখে নিজেরই সাথে |
রাজা শুনবে সবার, করবে সবার- সম্পর্ক গড়ায় না ভেদাভেদের পথে ||


রাজায় রাজায় যুদ্ধ হয়, যুদ্ধ হয় প্রজা প্রজাতেও |
গণতন্ত্র যুদ্ধ মানে না- বিশ্বব্যাপী আইন আদালত অমর অজেয় ||


আইন দিয়ে বেঁধে রাখো, ধর্ম বা গায়ের জোরে নয় |
সব ভয়কে জয় করতে জানে মানুষ, তবু আছে বিবেকের ভয় ||


চলবে