জ্ঞানের আলো ঢেকেছে মুখ আদিম অন্ধকারে।
শীতের ক্লান্ত পাতার মতো প্রতিভা সব গেছে ঝরে।
চরিত্র হারিয়েছে তার মনোবল।
উদ্ধত মূর্তিই শেষ সম্বল...


শীতের রুক্ষতার থেকেও ম্লান ব্যবহার।
দাবানো ছাড়া কিছুই পারে না আর।
বর্ষার কাদায় ভরা মনের স্বচ্ছ জল।
উদ্ধত মূর্তিই শেষ সম্বল...