আমি ওর উপহার নিতে পারবো না
কারণ নারীকে অমর্যাদা করি বলে নয়।
শীত ঘুমে আচ্ছন্ন জীবনে কুয়াশাময় দৃশ্য,
দু চোখ দেখেনি উষ্ণ সূর্যোদয়।
আমি ওকে ভালোবেসে খাওয়াই
কিন্তু ও কী আমাকে ভালোবেসে উপহার দেয় !
নৌকো করে যাই ভেসে নদী বেয়ে,
গায়ে ঢেউ না লাগলে কী ভাসা হয়?
আমার দুঃখ আমিই বয়ে বেড়াই,
তবুও এই দুঃখী প্রাণ ওর কথা শুনে যায়।
নদী এক পাড় গড়ে, আরেক পাড় ভাঙে- জীবনটাও শুনেছি তাই।
ভালোবাসা তা নয় কিন্তু লাগে ভয়।
অহংকার না অভিমান- কখন কোনটা খেলা করে বুঝি না।
জোয়ার ভাটা, রোদ বৃষ্টি- কে করছে কাকে জয় !