বিদ্যাসাগরের মাটিতে ফিরে এলেন বিদ্যাসাগরই |
২০০ বছর পর |
মেদিনীপুর গ্রামে |
বীরসিংহ |


মুকুন্দর মেয়ের- ওর বিধবা পুত্রবধূ- সাথে বিয়ে হল কানাই-এর ছেলে কানুর |
বছর না ঘুরতেই |
কানাইও উদার |
মুকুন্দর ঘর এখন শ্বশুরবাড়ি নয়- বাপের বাড়ি |
নিজের ছেলের শ্রাদ্ধ শান্তির থেকেও মূল্যবান মেয়েটির জীবন |


গরীব চাষী ওরা কিন্তু মন গরীব নয় |
মেয়েরা ক্ষেতে কাজ করে |
লেখাপড়াও শেখে |
ছেলেরা সাহায্য করে |


বিদ্যাসাগর ঘুরে দেখলেন- বীরসিংহ একেবারে বদলায়নি |
মুকুন্দ, কানাই, কানুরা যেন তাঁরই অনুগামী |
তাঁরই সন্তান |


মেয়েরা এখানে একা নয়-
সাথে পুরুষেরাও আছে |