সভ্যতার চরমে পৌঁছেও
মানুষের মনে কোথায় যেন অন্ধকার।


রাতের অন্ধকারে
একা ঘরে থাকতে গা ছমছম করে।
রাতের অন্ধকারে
পুকুর পাড়ে একা দাঁড়াতে গা ছমছম করে।
রাতের অন্ধকারে
পুরানো বটতলা দিয়ে একা যেতে গা ছমছম করে।
রাতের অন্ধকারে
চোখ খুলতে গা ছমছম করে।


এবার দিনের আলোতেও ভয়-
এই বুঝি কেউ পকেট কাটবে,
এই বুঝি কেউ ধাক্কা মেরে চলে যাবে অসাবধানে,
এই বুঝি কেউ গদি থেকে সরিয়ে দেবে,
এই বুঝি কেউ ভেঙ্গে দেবে সম্পর্ক...


কোথায় গেলে পালিয়ে বাঁচবো,
তার ঠিকানা নেই!


এমন দিন যেন না আসে
মানুষ নিজের থেকে পালিয়ে বাঁচার
তাগিদ অনুভব করবে!
এর অপর নাম যে মৃত্যু...