#  'অবক্ষয়' #


যুগের বদ্ হাওয়া লেগেছে গায় !
পাল্টাচ্ছে প্রায় সবাই
জীবন বিপাকে পড়ে...ভেসে যায়।


আত্যন্তিক বিদেশি বিত্তের হাতছানি !
অধিজন নব প্রজন্মের
প্রায় সার্বিক অবক্ষয়ের কারন...মানি।


ধনী আরো ধনী হয়ে,  হচ্ছে বর্বর
তারা অন্তহীন লালসার শিকার !!
চরম দারিদ্র্যে গরীবরা জেরবার।


চলছে অর্থায়ন আর 'সপিং' এর যুগ,
অর্থের পেছনে ছুটছে অন্ধ আম-জনতা-
জলাঞ্জলি দিয়ে সংস্কৃতি, সৃজনশীলতা !!


লোভ লালসায়...বিবেক দেশছাড়া !!
স্বজন বিসর্জন দিয়ে, সব সুবিধা নিয়ে-
চিরতরে...জন্মভূমি ছাড়েন মেধাবীরা।


একাকিত্বে ভীত সব একলা গুরুজন,
অসহায় সবাই তাঁর শরণাপন্ন...
শেষ পারানিরকড়ি ! তাঁর চরণে সমর্পণ।
*************************
সুব্রত ভৌমিক  ২১-০২-২০২১  কোল-৭৫
*************************