# আচার #  
(কবিতা)


পাতিলেবু কিনেছি অনেক গুলো--
এক সাইজের, করে অনেক বিচার,
তা...শ-খানেক তো হবেই !
অর্ধেক তার হবে রস, বাদবাকি আচার।


কিনেছি বড় এক কাঁচের বয়াম্
ভরেছি তাতে তৈরি রস,
ছেড়েছি তাতে, আস্ত সব ঘষা লেবু
রোজই দিচ্ছি রোদে নিয়ম করে,
আচারেতে, আছে আমার হাত যশ !


নিজের রসে নিজেই মজে--
লেবু হয়ে যায় লেবুর-আচার,
তেমনি ভাবে, প্রায় সব মানুষ--
অহংকারে ডুবে পাল্টে যায় !
ভোলে, জীবনের সূক্ষ বিচার।
***********************
সুব্রত ভৌমিক  ০৬০৮২০২০  কোল-৭৫
***********************