# 'আধ ডজন জানিনা' #
     (কবিতা)


জানিনা...
কখন হুট্-করে, দিন সব গেলো চলে--
সুখ-দুঃখের ঝড়, সামলাতে সামলাতে !
কখনো-সখনো...সাঁঝে খুলি খাতা--
জীবনের লাভ-ক্ষতির হিসেব মেলাতে।


জানিনা......
কিসের হিসেব মেলাচ্ছি বেলাশেষে,
কেনই বা এসেছিলাম পৃথিবীতে ?
শুধুই তো নিয়েছি, কিছুই তো দিইনি !
যা কিছু সুন্দর ! সবই তো দিয়েছে তিনি।


জানিনা...
কেন সুখের সন্ধানে সারা জীবন--
তাড়িয়ে বেড়িয়েছি নিজেকে ?
কেন নিইনি নিজের অন্তরের খবর ?
ভুলেই ছিলাম...
এখানে আমি যে, শুধুই এক যাযাবর !


জানিনা...
কেন সুখ পেতে প্রায় ভুলে থেকেছি--
তাঁর পথ,  ক্ষণিকের এ জীবনে ?
নাহলে, হয়তো পারতাম রাখতে 'দাগ'--
চিরতরে...পরের প্রজন্মের মনে।


জানিনা...
কেন সব পার্থিব সুখ পেয়েও--
মনে হচ্ছে নিজেকে রিক্ত বেলাশেষে ?
মানি, নিজ দোষে ফিরব তাঁর কাছে--
পূণ্য-শূন্য হাতে, প্রায় ভিখারীর বেশে।


জানিনা...
জন্ম-চক্র-মুক্তি হবে কিনা এ জনমে।
যদি ফিরতেই হয় বিধাতার রোষে !
তবে, নাও হতে পারে মানুষের বেশে।
*************************
সুব্রত ভৌমিক  ২৮-০৯-২০২১  কোল-৭৫
*************************