# 'আজব-আদালত' #
   (আধ্যাত্মিক  কবিতা)


বলব এক "আজব-আদালত"-কথা, কিন্তু সত্যি,
সেখানে "বিচারক-উকিল-প্রার্থী"...একই ব্যক্তি।


এ আজব কথা, অনেকেই হয়তো বা শোনেননি
কিন্তু...কতটুকুই বা আমরা সবাই জানি বা মানি !!


যারা জানেন, যারা যান সে আদালতে ঘনঘন !!
তাঁরা সবাই মহান্ ...তাঁদের জীবনের পথ ধন্য।


একজনই করেন সব..."সওয়াল-জবাব-বিচার"
আদালত খোলা থাকে চব্বিশ ঘন্টা...বছর ভর।


চাইতেই পারেন সবাই, সব ব্যপারে শলাপরামর্শ
তক্ষুনি জানবেন সেটি, মায়ার ছলনা? না আদর্শ।


সবার কর্মের ভালো-মন্দ, সর্বদাই নোট করে যান
পাপীদের জন্য রাখেন তিনি, 'শাস্তি-লাঘব-বিধান'।


নেই জেলখানা, নেই পুলিশ, সব অপরাধি মুক্ত
'রায়'-মানা বা না-মানায়, নেই আইনি কোন শর্ত  !!


তবে, বেয়াদপের শাস্তি আছে এ জীবন-শেষে
পরজন্মে ভুগতে হবে অসীম দুঃখ, অন্য বেশে।


ধরেছেন ঠিকই...এ অন্তরের অন্তঃস্থলের কথা !!
বিবেকের আদালত দেখায়, সঠিক জীবন-রাস্তা।


দূর হোক্...নিজের সাথে 'নিজ-সত্তার' সব দূরত্ব,
জীবন হোক্ আনন্দময়...ফিরুক জীবনে মহত্ব।
*****************************
সুব্রত ভৌমিক  ০৩-০৭-২০২২  কোলকাতা-৭৫
*****************************