# 'অজানারই জয়' #  
(শততম কবিতা সংযোজন)


দেখার পরও থাকে, বিস্তর অদেখা...
জানার পরও থাকে, অপার অজানা !!
অনন্তকাল ধরে জগতে--
প্রাণীর জীবন-ধারা কেন বয়ে চলেছে ?
কি তার প্রয়োজন ? কেউ কিচ্ছু জানে না।


একান্ত আপন, নিজেকেই তো হয়না জানা !!
সে কে ? পরিবর্তনহীন কি তার আসল পরিচয় ?
কেন ও কতবার, এ গ্ৰহে সে করেছে আনাগোনা ?
শত চেষ্টাতেও কেউ জানতে পারেনি, পারবেও না।


শুধু পোদ্দারি তাঁর ধনে !! কিসের অহংকার ?
মানুষ তো নূতন কিছুই সৃষ্টি করেনি ধরায় !!
জ্ঞান ছিলই আড়ালে, কিছু করেছে আবিষ্কার,
সবকিছু না জেনেও নিজেকে ভাবে সবজান্তা
চায় মালিকানা !! চায় জগতের পূর্ণ অধিকার।


অজানা তথ্য এখনো যা আছে প্রকৃতির গর্ভে
অনেকটাই হয়তঃ থাকবে অধরা বহুকাল...
কিছুটা জানতে তাকে এ ছোট্ট মানব জীবনে
চাই অসীম জ্ঞান পিপাসা !! নিষ্কাম, নির্ভেজাল।
*******************************
সুব্রত ভৌমিক ০৭১২২০২০, ১৩১২২০২১  কোল-ঠ
*******************************