# আকাশ #
(কবিতা)


ওহে বিবর্ণ মানুষ ...
চিৎ হয়ে শুয়ে, দ্যাখো চেয়ে
আকাশটার কি করুণ দশা !!
ছিদ্র-মলিন-ধূসর, তোমারই মত
টিকে যাওয়ার, খুব কম আশা !!
দু-হাত তুলে...তাকে থাকো ধরে
যেন, টুকরো হয়ে ভেঙ্গে না পড়ে।


চারিদিকে শুধু বিষ আর বিষ
আকাশে-বাতাসে-মনে-সমাজে
সোনালী দিন সব...এখন স্বপ্নে
হয়তোবা, বাস্তবে ফিরবে একদিন
প্রকৃতির কঠিনতর অনুশাসনে।


আশ্রিত, প্রায় সব বর্বর মানুষ
করছে আশ্রয় দাতার সর্বনাশ
সব কিছুই করছে ধ্বংশ দুহাতে !!
যেন...প্রথম জীবনের কালিদাস।


শুধরে যাও...নীতিহীনতা ছাড়ো
এরপর সময়, আর নাও পেতে পার !!
না হলে একদিন....
পৃথিবী ফিরবে ছন্দে, তোমায় ছাড়া।
**********************************
সুব্রত ভৌমিক ০৬-০৫-২০২১ কোল-৭৫
**********************************