#  'অন্ধকারের-আলো' #
         (কবিতা)


আমার দোতালা বাসার--
পূব ও পশ্চিমে পরপর সব ছোট ছোট বাড়ি,
উত্তরে মস্ত খেলার মাঠ...বড় পুকুর দক্ষিণে,
বাড়ি আসার পাকা রাস্তা গেছে এঁকেবেঁকে
পুকুর পাড় ধরে...বড় রাস্তার সন্ধানে।


সারারাত রাস্তায় জ্বলে আলো, অত্যুজ্বল !!
দক্ষিণের শোবার ঘর, তাই রাতেও উজ্জ্বল।
ক্ষনিকের অন্ধকারের জন্য করি হা-হুতাশ
বয়েস হয়েছে, অনিদ্রায় প্রাণ করে হাঁসফাঁস ।
প্রায় সারারাত লোক চলাচল, টুং টাং শব্দ,
রাত আর দিনের মধ্যে, নেই বিশেষ পার্থক্য।


পুকুর পাড়ে, ঝাঁকড়া সব বৃক্ষ-বিতানে
কাক-শালিকের সাড়া পাই মধ্যরাতেও.....
ওদেরও কি ঠিক হয়না ঘুম !! আলোর-দূষণে।


অনিদ্রায় অসুস্থ জীবন,ভুগছি অবসাদে...
আলো যোগাতে ব্যস্ত বৈদ্যুতিক কারখানা--
নষ্ট করছে পরিবেশ...ভালো থাকার কল্পনা।


আলো ও অন্ধকার, সুস্থ জীবন-যাপনে কাম্য
অন্ধকার কে ফিরিয়ে আনতে হবে...
ফিরিয়ে আনতে-ই হবে তাদের  ভারসাম্য !!
মানতেই হবে...
বিজলী বাতির আলো, সভ্য জীবনের আশীষ
কিন্তু তার অতিরিক্ত ব্যবহার...সমাজের বিষ।


নির্জন-আঁধারে...গভীর চিন্তার রেশ,
বিদ্যুৎ চমকের মত--
মূহুর্তের জন্য দেয় সঠিক পথ-নির্দেশ।
অন্ধকারে চকিতে দেখা, জ্ঞানের আলো !!
দূর করে অজ্ঞান...জীবনের কালো।


জীবনে সব আছে, নেই হয়তঃ শান্তি মনে !!
তাই, ফিরে যেতে চায় প্রায় সবাই...
পুরোনো দিনের স্নিগ্ধ বাতাবরণে।


মনে পড়ে কবিগুরুর কবিতার দু'টি লাইন...
"অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো"।
*******************************************
সুব্রত ভৌমিক ২০১১২০২০,০৩১২২০২১ কোল-৭৫
********************************************