# 'আশ্চর্য-প্রদীপ' #
       (কবিতা)


এ "আশ্চর্য-প্রদীপ", আলো করে চারদিক্
চরম হতাশায়, দারিদ্র্যেও জ্বলে ধিকধিক্।


গ্রামের সে এক অতি গরীব দিনমজুর...বুর্বক
কঠিন সংকল্প তার মনে, হবেই সে চিকিৎসক !!


অভাবি সংসারে তার, নুন আনতে পান্তা ফুরায়
অবাস্তব-অসম্ভব এ বাসনা, তাকে কি মানায় ??


পঞ্চাশ পেরিয়ে যখন একান্নন্ন বয়স তার !!
চলছে তৈয়ারি, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার।


পেটে ক্ষিদে, দিনে দিন-মজুরির হাড়-খাটুনি
সন্তান পড়িয়ে, রাতে পড়ার সময় একটু খানি।


পাড়া-পড়শী সব মারে টিটকারি রাস্তা-ঘাটে
বলে " যাচ্ছে এমবিবিএস প্রদীপ ধান কাটতে"।


কুড়িবাইশ সালে অবাক করে দিয়ে সবাই কে
নাম উঠল তার লিস্টে, হোমিওপ্যাথি পড়তে।


সংসার সামলে ডাক্তারী পাশ !! মনেহয় হবে না
সে খুশি...তাকে কেউ আর বিদ্রুপ করবে না।


এ খবরে, আনন্দে অনেক চোখ অশ্রুসিক্ত হয়
অসহায় মানুষ...মেধার মৃত্যু হচ্ছে অবহেলায়।


প্রার্থনা করি, ও যেন পারে করতে স্বপ্নপূরণ
সারকার বা প্রতিষ্ঠান, দয়াকরে সাহায্য বাড়ান।
*****************************
সুব্রত ভোমিক  ২৭০৫২০২৫  কোল-৭৫
*****************************
সূত্র...
আনন্দ বাজার পত্রিকার খবর (২৬-মে-২০২২)।
প্রদীপ হালদার নামে নদিয়ার প্রত্যন্ত এক গ্রামের
অতি গরিব দিনমজুর উচ্চমাধ্যমিক পাশ করার পর
বাইশ বারের চেষ্টায় কুড়িবাইশ সালে কৃতকার্য হয়ে
হমিওপ্যাথিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে
বাহন্ন বছর বয়সে। অনন্য, বিরল ও দুর্দান্ত উদাহরণ
ইচ্ছা শক্তির।
******************************