# 'বল-পেন' #


হ্যালো 'বল-পেন'...
ওহে কলম কূলের অন্তিম বংশধর !!
বিংশ শতাব্দীর প্রায় শেষের দিকে
ভারতবর্ষে তোমার দীপ্ত আবির্ভাব
'ঝরনা কলম'-কে চিরবিদায় দিয়ে।


কলমে ঘনঘন কালি ভরার ঝঞ্ঝাট -
দূর করে, রাতারাতি করলে মন জয়
মার্কেটে 'মাল্টি-কালার-পেন' এনে -
আনন্দে ভরিয়ে দিলে লেখক-হৃদয়।


'দোয়াত-কালি-নিব' বানানো বন্ধ হল
গরীব সব শ্রমিকের কাজ চলে গেল !!
তোমার রমরমা খুব দ্রুত হল গগনচুম্বী
ভাবলে !!...তোমায় হারায় কার সাধ্যি।


চিরদিন ঈশ্বরের চিন্তাধারা কিন্তু অন্য
ধরায় কিছুই চিরস্থায়ী নয় কারো জন্য।
একবিংশ শতাব্দীর প্রত্যুষে, ভরে বাজার -
এসে গেল দেশে মোবাইল, কম্পিউটার।


ডিজিটাল-দুনিয়ায় তুমি প্রাধান্য হারালে !!
টুকিটাকি লেখাতেই শুধু বহাল থাকলে।
কলমদানে তোমরা দাঁড়িয়ে থাকো দিনরাত !!
আশায়, কখন পাবে একটু লেখার বরাত।


দীর্ঘকাল, তোমায় কিছু লিখতে না দিলে -
কালি জমে 'টিউবে' !! মৃত্যু আসে অকালে।
সাধারণ পেন হলে, তার স্থান হয় 'ডাস্টবিনে',
কালেভদ্রে ভরা হয় 'রিফিল'...দামী কলমে ।


একবিংশ শতাব্দীর প্রারম্ভে.....
তুমি যেন, শিক্ষিত গরীব বেকারদের  প্রতিভূ
পেট ভরা বিদ্যা !! অথচ প্রায় কোন কাজ নেই
স্বপ্ন ভেঙ্গে চুরমার, দুয়ারে দাঁড়িয়ে আছে মৃত্যু।


হে "বল-পেন" তথা "ডট্-পেন".....
নিস্তেজ হয়ে ঝুলছ আজ সিনিয়রের পকেটে,
তোমার অবদান ভুলবে না তারা কোন দিন....
তাদের জীবনে, তোমার অনেক মূল্য আছে।
***************************
সুব্রত ভৌমিক  ১১-০৬-২০২২  কোল-৭৫
***************************