# 'বড়দিন সুদূর গজ্ঞে'#
    (কবিতা)


মেগা সিটিতে কয়েক দশক আগেও
ছোট বড় সবার 'বড়দিন' ছিল রঙিন
খুব সুন্দর, হিংসা করার মত ভাই !!
সুদূর গজ্ঞে খ্রিস্টধর্মীরা ছিল নগণ্য
তাই, সাহেবিয়ানা ছিল অতি সামান্যই।
ছিল না মোবাইল, টিভি, নেট...তাই
এত জাঁকজমক লোকে দেখে নাই।


এ দিনের নাম কেন 'জন্মদিন' নয়?
এ দিন থেকে দিন বড় হওয়া শুরু
নামের বুৎপত্তিতে বলেছিলেন গুরু।


প্রাকখৃষ্টীয় যুগে রোমে বহু যুগ ধরে
এ বিশেষ দিনটি থাকত উৎসব ময়,
তাই এ দিন উজ্জ্বল নানান কারণে !!
শুধু মাত্র যীশুর জন্মদিনের জন্যই নয়।


সে সময় গজ্ঞে...
কেক, পেস্ট্রি তেমন খাওয়া হতোনা ঠিকই
তবে হোত বাড়িতে খাঁটি দুধের পিঠে, পায়েস
মুড়ি দিয়ে মেখে খেত সবাই মিলে বেশ।
***********************************
সুব্রত ভৌমিক। 25122021 কোল-75
************************************