# 'ভাদরে পুরী' #
     (কবিতা)


প্রায় শেষ বরষায়, ভাদরে
জুড়াতে গেছি সাগর পাড়ে।


রথ দেখা সাথে কলা বেচা
জগন্নাথ দর্শন, পুরী ঘোরা।


অপরূপ শোভা সিন্ধু পাড়ে
সপরিবারে সবে মুগ্ধ করে।


বজ্র নিনাদ, বিজলী চমক
রাতে উদ্ভাসিত সমুদ্র তট!


"চল্ উর্মির হিন্দোল দোল"
চ-ম-কে, তনমন হয় চঞ্চল।


হীরের দ্রুতি সফেদ ফেনায়
মুহুর্তে সবার মন কেড়ে নেয়।


সাগর গর্জন যেন সঙ্গীত ময়
ঢেউয়ের নৃত্য! ভোলবার নয়।


বিষ্মিত জন! তটরেখা বরাবর
দেখে মুগ্ধ...সিন্ধু-বিশালতার।


আজ, চার দিন পরে.....
ফিরে যেতে হবে সঙ-সারে!
চায়না মন ! বিষন্নতায় ভরে।
***************************
সুব্রত ভৌমিক ১৯০৯২০২২ পুরী
****************************