# 'ভাল্লাগেনা' #.


ইতিহাস গুলিয়ে যাচ্ছে, অল্পসল্প...
প্রত্নবিদরা বলছেন, 'ট্রয়ের' প্রেমের যুদ্ধ--
বংশপরম্পরা-র নাকি প্রাচীন​ গীতি-গল্প !!
যুদ্ধ হয়েছিল 'ট্রয়' ও 'গ্ৰীসের' সত্যিকথা,
তবে হয়েছিল সে যুদ্ধ--
আরো আরো প্রাচীন কালে !!..ব্রোঞ্জযুগে,
হয়েছিল সেই রণ, প্রেমঘটিত কারনে নয় !!
কেন বেঁধে ছিল লড়াই?...সে অন্যকথা।


ধ্বংস কক্ষনো নাকি হয়নি 'ট্রয়' যুদ্ধে় !!
ভূমিসাৎ হয়েছিল বারবার ভূমিকম্পে।
ধংসের উপরে--
'ট্রয়ের' হয়েছিল বারবার প্রত্যাবর্তন
স্তরে-স্তরে....তিন হাজার বছর ধরে
প্রমান করেছে প্রত্নতাত্ত্বিক খনন !!
তবে কি...
সুন্দরী শ্রেষ্ঠা হেলেন শুধুমাত্র কল্পনা ??
মহাকাব্যের 'ট্রোজেন-হর্স' কি শুধু গল্প ?
হোমারের মহাকাব্য কি তবে ফেলনা ?
এত বছর, বিশ্ব যা জেনেছে সব অলীক?
এ সব তথ্য...
মেনে নিতে বড়ই কষ্ট হচ্ছে ...ভাল্লাগেনা।
                  ///////
মহাকাব্য রামায়ণের বর্ননায় আছে
রাম রাবণের সে কি ভয়ানক যুদ্ধ হল !!
দু'পক্ষের কত সৈন্য তাতে মারাও গেল !!
সীতা উদ্ধারে, লঙ্কা পুড়ে ছারখার হোল !!
সব ঠিক ছিলো...
তবে অটল বিশ্বাস নড়ে গেল
যখন হটাৎ যেদিন 'নেটে' চোখে পড়ল
রামায়ণ নাকি লেখা হয়েছিল
'রাম'-জন্মের ষাট হাজার বছর আগে !!!
এ সত্যি-না-মিথ্যা জানিনা !!
তবে, মন খারাপ হয়ে গেল...ভাল্লাগেনা।
                     /////
করোনা ভাইরাস এখন পৃথিবীর ত্রাস,
চাতকের মত চেয়ে চেয়ে অনেক মানুষ
নিয়েছে কষ্টে দুটো ভ্যাকসিন্ এই আশায়
দূর হবে ভাইরাসের, এই ভয়াল গ্ৰাস !!


চলছে কঠিন ভাইরাস-মানুষ-যুদ্ধ
চমকে দিল বিশেষজ্ঞদের কথা.....
প্রতিষেধক এলেও নাকি পারবেনা--
নির্মূল করতে এ রোগ... গোড়া-শুদ্ধ !!


করোনা ছিল-আছে-থাকবে...যাবেনা,
করোনা ভীতি নাকি হবে চিরস্থায়ী !!
যত্তসব অলক্ষুণে জল্পনা......ভাল্লাগেনা।
                 ///////
অনেক 'ভাল্লাগেনা' জমে আছে বুকে
ইচ্ছে আছে....
আসব নিয়ে তাদের আবার ভবিষ্যতে।
**********************************
সুব্রত ভৌমিক ১৫১০২০২১ কোল-৭৫
**********************************