# 'বিশ্ব কবিতা দিবস-২০২২' #
            (কবিতা)


কলিযুগে...কবিতা প্রায় অপাংক্তেয়,
মানুষের মন হয়ে যাচ্ছে ক্রমশ গদ্যময়,
কবির লেখা, এখন হয় নেশা বা পেশা !!
বিলীন প্রায়, কবিতায় প্রতিবাদী ভাষা।


শয়তান সর্বস্তরে পাচ্ছে তাঁর আশীর্বাদ
সততার প্রায় নেই মর্যাদা, ধর্ম ধূলিসাৎ।


হারিয়ে, যাচ্ছে কোথায় কবিতার স্বজন?
কোন অজানায় দিচ্ছে তারা সব পাড়ি?
অবিক্রিত বইয়ের স্তুপের চাপে চাপে -
কবিতার সাথে কবিও খাচ্ছে গড়াগড়ি।


তাই বিশ্ব কবিতা দিবসের অবতারণা,...
পদ্যের সোনালী সময়কে ফেরানোর চেষ্টা,
গর্বিত করুক কবিতা, ফের সমগ্ৰ বিশ্বকে
যেন সমাদৃত হন, কবিতার নির্ভিক স্রষ্টা।


একবিংশ শতাব্দীতে এ সবার আবেদন,
এতে কি আর গলবে লোভী  মানুষের মন !!


স্বমহিমায় কবিতা কোনদিন ফিরবে কিনা
উত্তর, ঈশ্বর ছাড়া আর কেউই জানেনা।


তবুও, তবুও আজ স্বাগত বিশ্ব কবিতা দিবস
আশায় আশায় থাকবে সবাই...
যেন বুঁদ থাকেন বিশ্বের কবিরা সৃষ্টিতে নিরলস।
***************************************
সুব্রত ভৌমিক  ২১মার্চ২০২২  কোল-৭৫
**** বিশ্ব কবিতা দিবস******
****************************************