# 'বোধোদয়' #
   (কবিতা)


পৃথিবী প্রপঞ্চ ময়.....
অবাধ্য মনকে লাগাম পরানো
সে সহজ ব্যাপার নয় !!


জানে সবাই.....
সুদূর অতীতে যা ছিল
বর্তমানে তারা সব নেই,
অস্তিমান যা আছে
ভবিষ্যতে বিলীন হবে অবশ্যই।
থাকা না-থাকার এ ক্রম চলতেই থাকবে,
কিন্তু...আমি আছি, আমি থাকব, আমিই শ্রেষ্ঠ
এই ভ্রান্তি, চিরকাল থেকেই যাবে।


সংযত মন বিসর্জন দেয় অহমিকা
করে সৃষ্টি...আহ্বানে গড়ে অমরধাম !!
অদমিত মনের অহংকার বিষময়
আকাঙ্খা ডেকে আনে... জাহান্নাম।
*******************************************
সুব্রত ভৌমিক ১৪১০২০২০ ২০১২২০২১ কোল-৭৫
ঋণ স্বীকার....কবি ঁঅটল বিহারী বাজপেয়ীর
                        কবিতার কিছু অংশ                        ********************************************