# 'বোকা-চালাক' #
     (কবিতা)


হাসিখুশি, সাদাসিধে, গোবেচারা
আগে-পিছে অতশত ভাবে না
সাধারণ আয়েও গুনগুন করে !!
বিমর্ষ হতে তাকে প্রায় দেখা যায়না।


সংসারে অতিরিক্ত কিছুই সে চায় না,
বিষ ভেবে এড়িয়ে চলে !!
রকম-সকম তার, সত্যিই বোঝা যায় না।


কটাক্ষেও নিরুত্তাপ !! থাকে একদম শান্ত
বলে, শুধুই চালাক বা বোকা !! কেউ হয় না,
একই মানুষ...কোথাও বেওকুব কোথাও  দূর্দান্ত।


কিছুকাল পরে,
বার্ধক্যে, প্রায় সব 'চালাক' প্রতিবেশীরা-
ঘন ঘন হয় ডাক্তারের দারস্থ ,
কিন্তু, সে চলে সুস্থির পায়ে, সকাল-সন্ধ্যা
থাকে...মোটামুটি সুস্থ।


বোঝে সবাই...বোকা সে নয় মোটেই
ভগবানের খুঁট ধরে থেকেছে সদাই,
জীবনে হয় জিতেছে !! নয় তো শিখেছে,
হেরে ভেঙ্গে পড়া কাকে বলে, জানতই না !!! ********************************
সুব্রত ভৌমিক ২৫০৭২০২০ ১৫১২২০২১ কোল-৭৫
********************************