'বুঝতে হবে'
(কবিতা)
  
ছোটরা...কেন যে বুঝতে চায় না--
অতীত ছাড়া, বর্তমান এগোতেই পারেনা !
বুড়ো 'বাপ-মা-পড়শি', হেলায় হারিয়ে গেলে
অভিঞ্জতা আর ভালোবাসা দিয়ে--
নিঃস্বার্থে এগিয়ে দেবার, কেউ থাকেনা !


যে দেশ প্রবীণদের করে আদর-সন্মান
তারা অনেক এগিয়ে ধরায় সবদিকে,
শুনেছি.....
ওমনি দেশের মধ্যে পড়ে চীন-জাপান।
চাইলেই জানা যায়--
উন্নতিতে আজ তাদের কত উচ্চ স্থান !


আমাদের দেশে....
অধিকাংশ বুড়োরা অসহায় অপাংক্তেয়
সমাজে-সংসারে, কেউ করেনা যত্ন,
অথচ, একটু সহানুভূতি পেলেই--
সানন্দে ফলাতে পারেন...ঢের রত্ন।


কোনদিন যদি এমন আসে যখন--
প্রবীণ মানুষেরা সর্বত্র থাকবেন খুশি,
সে দিন অখন্ড শান্তি বিরাজ করবে--
বিশ্ব-বাতাবরণে...খেলবে শুধুই হাসি।
*********************************
সুব্রত ভৌমিক  ০৯০৯২০২১ কোল-৭৫
*********************************