'চোখ বুঝলেই হয় না রাত্রি'
                     (কবিতা)


দু'চোখ বন্ধ করলেই--
হয় অন্ধকার, কিন্তু আসেনা রাত্রি !
রাত্রি আসে রবির অস্তাচলে...
বয়স বাড়লেই লোকে বুড়ো হয়না !
বুড়িয়ে যায়, মনের জোর হারালে।


স্কুল-কলেজে শেখা শিক্ষার প্রয়োজন--
শেষ হয় প্রায় সবার....অবসর কালে,
শরীর অচল হতে তখনো--
অতিজনের থাকে বাকি...বছর কুড়ি,
জীবনে সৃষ্টি করার শখ না থাকলে !
একঘেয়ে জীবন হয়, দুঃখের ফুলঝুরি।


তখন শখের-নেশা যদি না থাকে !
অলস-কর্মহীন জীবনের অভিশাপে--
নিজেকে মনে হবে অবিরত অবাঞ্চিত,
নূন্যতা-বোধে, শুধুই জীবন হবে দন্ডিত।


থাকতে সময় তাই ! সেরে ফেলা জরুরি-
সুন্দর-অবসর জীবন কাটানোর ছক,
কাঁদতে কাঁদতে ধরায় আসে সবাই--
এটাই সত্যি...তবে চেষ্টা করতে হবে
হাসতে হাসতে যেন ফিরতে পারে সব।


না থাকতেই পারে কারো অতিরিক্ত গুণ !
সেখানে...বয়স বাধা নয় শেখার জন্য,
শুরু করা দরকার শখের-শেখা এক্ষুনি !
যদি করতে হয়....জীবনটাকে অনন্য।
*******************************
সুব্রত ভৌমিক  ০৩০৯২০২১  কোল-৭৫
*********************************