# 'ছোট ছোট কবিতা'#--(২)  রুবাইয়াৎ ছন্দে
********************************************
# 'জীবন' #
গানে বিলিয়ে যাও সবাইকে, তোমার খুশি
হও অমর ধরায়....সবার মনে কমবেশি ।
জীবন একান্ত তোমার, তুমিই তো মালিক !!
মৃত্যু করবে তার কাজ, তুমি বজায় রাখো হাসি।
*********************************************
# 'ভালো দিন' #
আজকের দিনটা খুব সুন্দর, লিখছি কবিতা,
বাকি দিনগুলো যেন এমনি পায় পরিপূর্ণতা।
কটাই বা দিন থাকে জীবনে আনন্দ করার !!
আতঙ্ক জয় করে, যেন আনতে পারি সার্থকতা।
*****************************************
# 'মন্দ-ভালো' #
আগুন পুড়িয়ে সব করে ছাই, কিন্তু দেয় আলো
জ্ঞানার্জন , কষ্টকর কিন্তু দূর করে মনের কালো।
অতিমারি, অহংকারী মানুষকে করেছে নতশির,
এই শিক্ষাই, আগামীতে করবে জগতের ভালো।
*****************************************
সুব্রত ভৌমিক  ২০২০ সাল  কোলকাতা ৭৫
করোনা অতিমারির আতঙ্কের সময় লেখা।
রচনা কাল যথাক্রমে...২৭/১১, ২৯/১১, ৩১/১২
*****************************************