# 'ছোট ছোট কবিতা'#--(৪)  রুবাইয়াৎ ছন্দে
****************************
# 'সাহস' #


এটাই সত্য, সর্বত্র সাহসী মানুষেরা হন সব অন্ধ
ভীষণ বিপদেও দেখেন না আতঙ্কের 'খানাখন্দ',
অঙ্কুরেই আচমকা...বিপদকেই করেন কষাঘাত !
ভয়কে জয় করে, জীবনে ফেরান সব আনন্দ।
********************
# 'জীবন' #


জন্ম থেকে মৃত্যু...সবার একশত বছর পাওনা
এর মধ্যেই...মানুষের জীবনে সুখ-শান্তি-যন্ত্রণা,
মানব-মহামানব-যুগাবতার সবার আয়ুও একই
মহারাজ-বা-ধড়িবাজ হওয়ার মূলে কর্ম-ভাবনা।
********************
# 'না' #


না-না-না....আর একদমই কোরনা দ্বিমনা,
অযথা বেশি ভালো হতে...কক্ষনোই যেওনা,
সুন্দর ভাবে "না" বলতে শেখ...বাঁচার জন্য,
সবেতেই হ্যাঁ-হ্যাঁ বল্লে ! করবে অন্যে চালনা।
***************************
সুব্রত ভৌমিক  ২২-০৭-২০২২  কোল-৭৫
***************************