# 'ছোট ছোট কবিতা'#--(৩)  রুবাইয়াৎ ছন্দে
***************************
# 'আলো' #


অন্ধকার বলে কিছু হয়না....নেই সেথায় আলো
খারাপ-মূর্খ সেইজন, যে পায়নি জ্ঞানের আলো!
ঈশ্বর নির্ভুল, নিরপেক্ষ...শুধু মানুষ করে বৈষম্য
ভালোবাসাই করতে পারে, স্বর্গের মত সব ভালো।
**************
# 'ভারসাম্য' #


ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি... বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য,
প্রাণী-অরণ্যের স্থিতি ও সৌন্দর্য তারই জন্য।
বিচক্ষণতা হারিয়ে মানুষ ধংস করছে প্রকৃতি,
হারাচ্ছে প্রাণী-অরন্যের সুষমতা...নয় কাম্য।
***************
# 'শিশু' #


বিশ্বপিতা এক "শিশু", তাঁরই সৃষ্টি এ ত্রিভূবন
বিশ্বে, উদ্যমী সব তরুণের মন হয় শিশুর মতন                                                                                                                                             আপন কর্মকে শ্রেষ্ঠ ভাবাটাই হল পিছিয়ে পড়া
শিশুহৃদয় নিয়ে, পূর্ণোদ্যমে বাঁচার নামই জীবন।
****************************
সুব্রত ভৌমিক  ২০-০৭-২০২২  কোলকাতা ৭৫
****************************