# 'দিবস-স্বাধীনতা' #


সে দিন...
সত্যিই কি আসতে পারে ?
যখন দেখবে ভারতবর্ষ
দুর্নীতি আর তোষামদ নেই !!
সেদিন, সত্যিই সবাই স্বাধীন হব
আমার ভাবনায়, আসে তাই।


এখোনো !! আমরা সাহেব ভজি
আদব কায়দায় সাহেব সাজি,
সাহেবি ভাষা আঁকড়ে আছি
নিজের ভাষা !! প্রায় ভুলেই গেছি
ছেড়েছি আপন পোষাক-আশাক
নতুন প্যান্ট, ছিঁড়ে পরতে শিখেছি
ভুলেছি তাদের বর্বরতা !!
সুযোগ পেলেই বিদেশ ছুটি--
আনতে আর্থিক সফলতা...
কিন্তু...ঘটা করে প্রতি বছর
পালন করি দিবস স্বাধীনতা।


ভুলেছি দেশপ্রেমীদের আত্মাহুতি
যা এনেছে এই অমূল্য স্বাধীনতা,
তাঁদের কয়জনকে মনে রেখেছি ?
এ আমাদের ক্ষমাহীন দীনতা।  


হুঁশ ভারতবাসীর হবে কবে?
আদৌ হবে কিনা তা কেউ জানেনা...
নিজের টুকু পেলেই তুষ্ট সবাই
দশের কথা ভাবার !! সময়ই নেই।
*******************************************
সুব্রত ভৌমিক ১৫০৮২০২০ ১২১২২০২১কোল-৭৫
*******************************************