# 'ইজ্জত' #
  (কবিতা)


উলঙ্গ পশুও  ইজ্জত দেয় সঙ্গিনীদের...
করেনা ধর্ষণে তাকে চরম অপমান !!
আর......
তথাকথিত কিছু ভেকধারী ভদ্র মানুষ !!
বলাৎকারে কেড়ে নেয় !! অমূল্য সব প্রাণ।


মৃত্যুর আগে...
ধর্ষিতা-দগ্ধ-অভাগীর আকুল আকুতি ছিল
"আমি বাঁচতে চাই...আমি বাঁচতে চাই" !!
কিন্তু, সমাজ থেকে পায়নি সে বাঁচার সুরক্ষা
ভাগ্যের কি পরিহাস !!
পুলিশে-পুলিসে ছিল ঠাসা, তার অন্তিম যাত্রা।


কুখ্যাত 'নির্ভয়া কান্ড' নাড়াতে পারেনি বিবেক,
ক্রমান্বয়ে ঘটছে ভারতে এই বীভৎস-নীচতা...
এ সবের মূলে রয়েছে--
নির্বিবাদ-বলগাহীন কিছু মানুষের মানসিকতা।


আইনের কঠিন শাস্তিকেও এরা করেনা ভয়-ডর  !!
'ল্যাজে গোবরে' প্রশাসন...
সুস্থ জীবনের জন্য মানুষ, কাকে করবে নির্ভর ??


পৃথিবী জুড়ে কমবেশি ঘটেই চলেছে এই অপকর্ম,
কিন্তু কেন  ?? কেন ??
সত্যিই কি মানুষ ভুলেছে মনুষ্যত্ব ? মানবিক ধর্ম ??


গ্ৰহান্তরের জীবন কেমন হয় কেউ জানে না...
এ প্রাণ , যেন আর না ফেরে এ বিষাক্ত ধরায়
এই মুহূর্তে...এ বোধহয় সবারই আকুল প্রার্থনা !!
**********************************************
সুব্রত ভৌমিক ০৯১২২০১৯,০৮১২২০২১ কোল-৭৫
**********************************************