# "একলা চলো রে" #
      (কবিতা)
        
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
         তবে একলা চলো রে"...
বিখ্যাত এই গানটি কি শুধু মাত্র 'কবি-কল্পনা' ?
নাকি, অন্য কোন বাস্তব ইঙ্গিত বহন করে !!


শুধুই, একলা একলা--
কোন বড় আন্দোলন করা আবার যায় নাকি?
'একলা'-র কথাটা শুনবে বা কে ? হবেই টা কি ?
ভাবতাম তিনি ধনবান...'দোতালা'-র কবি
বিলাসে, বাস্তবতা থেকে বিছিন্ন...'ঠাকুর রবি'।


ভ্রম দূর হলো...একদিন চিনি গুলতে গিয়ে,
কিছুটা চিনি ফেলে--
গামলার স্থির জলে চামচ ঘুরিয়ে দেখি !!
চামচ কয়েকটি পাক দেবার পর--
সমস্ত জল, ধীরে ধীরে হল চামচের সাথী।


বিদ্যুৎ চমকের মত খেলে গেল মনে--
রবি ঠাকুরের ঐ গানের, আসল মানে !!!
নূতন পথে...যদি আগে একা হাঁটেন নেতা !!
ধীরে ধীরে, তার সাথী হন আপামর জনতা।


সভায় উচ্চস্বরে ডাক দিয়ে.....
বুঝিয়ে-সুজিয়ে-মানিয়ে, সবাইকে সথে নিয়ে--
একসঙ্গে কক্ষনো হয়না...কোন বিপ্লবের সূচনা,
তাই নেতা-নেত্রী... প্রথমে 'একলা চলে রে'
কঠিন পথে...খুঁজতে জীবনের নূতন ঠিকানা।
ধীরে ধীরে সমস্ত দেশবাসী--
সাথ দেবে গড়তে, উজ্জ্বল নূতন এক জমানা।
*********************************
সুব্রত ভৌমিক  ২৫০১২০২১, ০৬১২২০২১ কোল- ৭৫
ঋণ স্বীকার:-
স্যার আবদুল্লা আবু সায়েদের বক্তৃতা, বাংলাদেশ।
*********************************